Call

১. মসের কান্ড ও পাতা আছে, মূল নেই। অন্যদিকে শৈবাল ও ছত্রাকের দেহকে মূল, কান্ড ও পাতায় ভাগ করা যায় না।
২. মস নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অন্যদিকে, শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারলেও ছত্রাক পারে না।
৩. মস বহুকোষী ভ্রূণ তৈরি করতে পারে। অন্যদিকে শৈবাল ও ছত্রাকের দেহের প্রতিটি কোষ জনন কোষ উৎপন্ন করতে পারলেও বহুকোষী ভ্রূণ তৈরি করতে পারে না।
৪. মস সাধারণত স্যাঁতসেঁতে মাটি, ভেজা দেয়াল বা গাছের বাকলে জন্মে। অন্যদিকে, শৈবাল পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে এবং ছত্রাক পচা-বাসি খাবার, গোবর ও আবর্জনার স্তুপে জন্মে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ