শেয়ার করুন বন্ধুর সাথে

প্রধান নদীর সঙ্গে যেমন ছোট ছোট উপনদী এসে মেশে, সেই রকম প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহও এসে মেশে । প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় ও গভীর হয় । তাই ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে । তখন একেঝুলন্ত উপত্যকা (Hanging Valley) বলা হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ