শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো প্রাচীন শিলাস্তরের উপর পলিসঞ্চিত হয়ে নতুন শিলাস্তর সৃষ্টি হলে তার উপরও একটি নদীগোষ্ঠী গড়ে ওঠে । বহুদিন ধরে এই নদীগোষ্ঠীর নদীগুলি ঐ নতুন শিলাস্তরের উপর ক্ষয়কার্য চালিয়ে একসময় নিচে অবস্থিত কঠিন শিলাস্তরের উপর প্রতিষ্ঠিত হয় । এইভাবে উপরের শিলাস্তরে গঠিত নদী নিচের শিলাস্তরের উপর অধ্যারোপিত বা আরোপিত হলে, তাকে অধ্যারোপ নদী বা আরোপিত নদী (Superimposed River) বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ