শেয়ার করুন বন্ধুর সাথে

ভূ-আন্দোলনের ফলে নদী অববাহিকাসংশ্লিষ্ট ভূ-ভাগ কাত হয়ে বা হেলে পড়লে অথবা অথবা চ্যুতি দ্বারা প্রভাবিত হলে নদীর ঢাল অনেকসময় অত্যাধিক বৃদ্ধি পায় । ফলস্বরূপ নদী পুনর্যৌবনলাভ করে এবং তার নিম্নক্ষয় ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পায় । একে নদীর গতিজনিত পুনর্যৌবনলাভ (Dynamic Rejuvenation) বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ