শেয়ার করুন বন্ধুর সাথে
Call

Nexus Gate Way (উদ্বোধন ৩ জুন ২০১০, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।

 

এক কোটি বছর  তোমায় দেখি না। 

লিখেছেন মহাদেব সাহা।

 

এক কোটি বছর হয়, তোমাকে দেখি না। 

একবার তোমাকে দেখতে পাবো

 এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো,

 আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর।

 … কয়েক হাজার বার পাড়ি দেবো, ইংলিশ চ্যানেল;

 তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে, 

অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,

 ছুটে যবো নাগরাজ্যে, পাতালপুরীতে

 কিংবা বোমারু বিমান ওড়া, শঙ্কিত শহরে।

 যদি জানি একবার দেখা পাবো, 

তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো,

 কাঁটাতার ডিঙাবো সহজে,

 লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে, যাবো যে কোনো সভায়, কিংবা পার্কে ও মেলায়;

 একবার, দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে, 

এক পৃথিবীর এটুকু দূরত্ব, আমি, অবলীলাক্রমে পাড়ি দেবো। 

তোমাকে দেখেছি কবে, সেই কবে, 

কোন বৃহস্পতিবার আর, 

এক কোটি বছর হয় তোমাকে দেখি না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

“তোমার আমার প্রেম” 
প্রেম সংখ্যা

 

রূপালি চাঁদের আলোয় উঠেছে উত্তাল সাগর, 
সে সাগরের জল কণায়
বেঁধেছি তুমি আমি ঘর।
আমি দেখেছি তোমার
স্বপ্নে এক সোনালী সবুজ রাজ্য,
তোমার হৃদয়ে বসত করা?
বর্ণমালা গুলো আমার
কবিতার শব্দ।
তোমার কালো চোখের
জল গড়িয়ে পড়লে আমি
হয়ে যাই স্তব্ধ.
যখন আমায় জড়িয়ে ধর তোমার আলিঙ্গনে?
সেইসব কথা মিশে আছে
মনের স্মৃতির প্রাঙ্গনে।
একদিন তোমায় দেখেছিলাম সুন্দর এক স্বপ্ন,
নদীর তীরে আমরা
বসেছিলাম দুজনে মগ্ন।
যখন তুমি ধরেছিলে
আমার হাত, 
পুষ্পময় প্রস্ফুটিত হয়েছিল প্রভাত।
কানে কানে বলেছিলে আমায় তুমি চুপি চুপি,
মৃদু বাতাস করেনি কোন
কারচুপি।
আমার হৃদয়ে যেন লেগেছিল এক সাড়া,
তুমিই আমার অন্তরে ঠিক
দিয়েছিলে নাড়া।
ঠিক তোমার জন্য ফুল
তুলতে চাইলাম যখন একটি,
তখন শুরু হয়ে গেল মুশল
ধারে বৃষ্টি।
তখন তুমি বলেছিলে না থাক?
প্রেমো লতায় আরো হবে অনেক সৃষ্টি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ