Call

আমরা সকল জীবের কেবল জড় দেহ দেচ্ছি কিন্তু জড়দেহই  
সব নয়। দেহে অবস্থান করছেন দু'জন পুরুষ জীবাত্মা ও পরমাত্মা। জড় দেহটি জীবাত্মার কর্মক্ষেত্র মাত্র। জীবাত্মা ও পরমাত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। দেহটি ২৪টি প্রাকৃতিক উপাদানের সময়। গুণ ঐভাবে সঞ্চালি হয়।বিভিন্ন জীবে যে ভেদ দেখি,  
জাগ্রত চেতনা—তৃতীয় খণ্ড কেবল দেহ পোশাকের, চিন্ময় আত্মা সেগুলিকে অনুভূতিশীল করছে। এইভাবে দেখাই প্রকৃত দর্শন; ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জীব,পরমক্ষেত্রজ্ঞ পরমাত্মা ও প্রকৃতিকে পৃথকভাবে জানাই প্রকৃত ম্লান। এই জ্ঞানের প্রভাবে 'ভক্ত কৃষ্ণের মত চিন্ময় প্রকৃতি লাভ  
করেন এবং ভগবদ্ধামে গমন রূপ পরমগতি লাভ করেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ