Call

ডুগতের কার্যাবলী পরিচালনার জন্য সামশুল গন্যালের দিলিনাধীন যে প্রশাসন ব্যবস্থা বা সরকার ক্লয়াছ, দেব দেবীরা হচ্ছেন সেই সরস্পরের বিভিন্ন পর্দ কর্মাধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক। ভগবানের দ্বারা শক্তিপ্রাপ্ত সব লেৰ বা ক্ষমতা সম্পন্নৱ জীৱ নিজ নিজ ক্ষেত্রে ঈশ্বর বা নিদ্রা কিন্তু তারা পরম ঈশর লা অন্তিম নিয়ন্ত্র নন। একমাত্র মুম্বই পরশির বা শলমা। তিনি লাইল এ অৱে উভন্নস্থানেই বিরাজমান।  
| না, ক্রীব ও দেবদলী ণি - সকলেই শরমেশ্বর ভগবানের ইচ্ছাধীন। কিন্তু ভগবান স্বতন্ত্র।সবকিছুর মূল ভগবানকে সন্তষ্ট করলে সকলের পুজা হয়, কিন্তু শাশ্বারূপ দেবতার পূজা কলে তা হয় না। দেবতাদের প্রদত্ত ফুল অস্থায়ী কিন্তু ভগবানের প্রদত্ত *Fল নিত। দেবতাদের পদ অল্পবুদ্ধি সম্পন্ন বলা হয়। প্রকৃতপক্ষে সবকিছু সুন্দর নয়। দেবপূজ্জা অবিধিপূর্বক কৃষ্ণের পুজা।  
 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ