শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। যে ম্লানই আমরা গ্রহণ করি  
না কেন তা বেদ থেকেই এসেছে। বৈদিক শ্লান আসছে অপ্রাকৃত জগৎ থেকে শ্রীকৃষ্ণ থেকে। বেদের আর একটি নাম হচ্ছে ‘শ্রুতি'। বেদ হচ্ছে মাত্রা এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন পিতা। এই জ্ঞান সম্প্ৰথম লাভ করেছিলেন ব্রহ্মা, তারপর পরস্পরাক্রম এই ত্রুটিমুক্র ৱান প্রবাহিত হয়।  
লেদের তিনটি বিভাগ কর্মকান্ড স্লান উপাসনা কাল্ড। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ