Call

আসুরীক ভাবসম্পন্ন লােকেদের মধ্যে দম্ভ, দর্প, অহঙ্কার, ক্রোধ, বাক্য  
এবং ব্যবহারে কর্কশ ভাব ও অবিবেক, এই সমস্ত অসৎভাব প্রকাশিত হয়। অসুর- স্বভাব ব্যক্তিরা ধর্মবিষয়ে প্রবৃত্ত হতে অনিচ্ছুক এবং অধর্ম।  
জাগ্রত চেতনা বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের শৌচ নেই, সদাচার নেই এবং সত্যও নেই। অসুর স্বভাব ব্যক্তিরা বলে, এ ভগৎ মিথ্যা, 'অবলম্বনহীন ঈশ্বর বলে কেউ নেই। কামবশত নারীপুরুষের সংযােগেই এজগৎ সৃষ্টি হয়েছে এবং কাম ছাড়া অন্য কোন কারণ নেই। এ সমস্ত সিদ্ধান্ত অবলম্বন। করে আত্মতহীন অল্পবুদ্ধি উগ্রকর্মা অসুর-স্বভাবসম্পন্ন ব্যক্তিরা জগৎ ধ্বংসকারী কার্যে নিযুক্ত হয়। মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখভােগকে তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। অপরিমেয় দুঃশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে তারা অসংখ্য আশপাশে আবদ্ধ হয়। কামক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভােগের জন্য নানারকম অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করবার জন্য চেষ্টা করে। এই অসুর স্বভাবের ব্যাক্তিরা মনে করে, “আজ আমার স্মৃতি লাভ হল, ভবিষ্যতে, আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরও ধন লাভ হবে। সে আমার শত্র তাকে আমি নাশ করেছি এবং আমার অন্যান্য শত্রুদের নাশ করব। আমিই ঈশ্বর আমি ভােক্তা। আমি সিদ্ধ, বলবান, এবং সুখী। আমি সব চেয়ে | ধনবান এবং অভিজাত আত্মীয়-স্বজন পরিবৃত । অামার মত বলবান আর। সুখী কেউ নেই। “এইভাবে অসুর স্বভাবের ব্যক্তিরা জ্ঞানের দ্বারা বিমােহিত হয়ে নানা রকমের দুঃশ্চিন্তায় বিভ্রান্ত হয়, মোহালে বিজড়িত এবং কামভাবে আসক্ত হয়ে অশুচি নরকে পতিত হয়। এই সমস্ত অসুর স্বভাবসম্পন্ন মানুষের আত্মাভিমানী, অনম্র, ধন, মান ও মদান্বিত হয়ে  
অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞানুষ্ঠান করে। অসুর স্বভাব ব্যক্তিরা। অহঙ্কার, দর্প, কাম ও ক্রোধের দ্বারা বিমােহিত হয়ে স্বীয়দেহে এবং পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ ভগবানকে দ্বেষ করে এবং প্রকৃত ধর্মের  
নিন্দা করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ