Call

অর্থাৎ তিনি  
কিভাবে জীবন যাপন করেন এবং তার কাজ-কর্ম কি রকম? উঃ তিনি দেহসম্বন্ধীয় তথাকথিত সম্মান এবং অসমান দ্বারা প্রভাবিত না হয়ে  
কর্তব্য করেন। শত্রু ও মিত্রের প্রতি তিনি পক্ষপাতশূন্য। কৃষ্ণভক্তি অনুশীলনে যারা তাকে সাহায্য করে তাদের সকলকেই প্রিয়বন্ধু বলে মনে করেন, এবং তার তথাকথিত শক্রকেও তিনি ঘৃণা করেন না। তিনি নিজে ফলভোগের জন্য কর্ম না করে কেবলমাত্র ভগবানের প্রতিবিধানের জন্য  
কর্ম করেন। ১২৯। কিভাবে প্রকৃতির সমস্তগুণ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে উন্নীত হওয়া  
যায়? উঃ ঐকান্তিক ভক্তি সহকারে ভগবানের সেবা করলে প্রকৃতির সমস্ত গুণ।  
অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হওয়া যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ