শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শরীরের মধ্যে, জীবাত্মা ছাড়া আর এক পরম ভােক্তা আছেন যিনি পরম ঈশ্বর, পরম প্রভু। তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমােদন কর্তা। তাকেই বলা হয় পরমাত্মা । (পরমাত্মা সর্বব্যাপ্ত, তাঁর হস্ত ও পদ, চক্ষু, কর্ণ, মস্তক, মুখ সর্বত্র ব্যাপ্ত। পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তথাপি তিনি সমস্ত ইন্দ্রিয়-বর্জিত। যদিও তিনি সকলের পালক, তথাপি তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি জড়া প্রকৃতির ণের অতীত, তথাপি তিনি সমস্ত গুণের ঈশ্বর। তার থেকে উদ্ভূত হয়েছে সমস্ত চরাচর। তিনি জড় ইন্দ্রিয়ের অগােচর এবং অভিজ্ঞ। তিনি বহুদূরে অবস্থিত হয়েও সকলের অত্যন্ত নিকট। পরমাত্মাকে যদিও সর্বভূতে বিভক্তরূপে বােধহয়, কিন্তু তিনি অবিভক্ত । তিনি সর্বভূতের পালক, সংহারকর্তা, সৃষ্টিকর্তা। তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন।)  
 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ