শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্রহ্ম উপলব্ধির পাঁচটি স্তর হল অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়,  
আনন্দময়।

 অন্নময়- পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্নের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। 

  প্রাণময় - অন্নের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে বা জীবের চেতনার মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করা। 

  জ্ঞানময় – এই স্তরে প্রাণের প্রকাশ চিন্তা, অনুভূতি এবং ইচ্ছাশক্তিতে বিকশিত হয়।

   বিজ্ঞানময় – এই স্তরটি হচ্ছে ব্রহ্মউপলব্ধির স্তর । এই উপলব্ধির ফলে জীবের চেতনা এবং জীবনের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। 

   আনন্দময় – আনন্দময় স্তর হচ্ছে আনন্দময় প্রকৃতির উপলব্ধি করা। প্রথম তিনটি স্তর = সুনাময়, প্রাণময়, নময় - জীবসত্তার কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট । এই সকল কর্মক্ষেত্রের উর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান যাকে বলা হয় আনন্দময়। আনন্দময়াহভাসা" - পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময় এবং তাই সে দিবা আনন্দ উপভোগ করার জন্যে তিনি নিজে  
বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময় এবং অন্নময় রূপে প্রকাশিত হন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ