মনে করুন, এমসি কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট ১২০০ আসন বরাদ্দ আছে। কিন্তু ভর্তির জন্য ১২০০ আসনের বিপরীতে ৫০০০ জন আবেদন করলো। এখন SSC ও HSC এর পয়েন্টের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। আপনার পজিশন যদি ১ থেকে ১২০০ এর ভিতর থাকে, তাহলে চয়েজকৃত সাবজেক্টের মধ্যে যে কোন একটা সাবজেক্টে চান্স পাবেন।

এখন কোন সাবজেক্ট প্রথমে চয়জে দিলে চান্স  পাওয়ার সম্ভাবনা আছে সেটা বলা সম্ভব নয়। কারণ সাবজেক্ট পাওয়া নির্ভর করবে মেধাতালিকার উপর। মেধাতালিকা উপরের দিকে থাকলে ১ম চয়েজকৃত সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। মেধাতালিকা নিচের দিকে থাকলে শেষের দিকে যেসব সাবজেক্ট চয়েজ দিয়েছেন সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে।

Talk Doctor Online in Bissoy App