ইতিহাসে এমন অনেক ব্যক্তিবর্গ আছেন যারা বিজ্ঞান এবং প্রযুক্তির উপর গবেষণা করেছেন । আমরা হয়ত জানি কম্পিউটারের ইতিহাসে স্যার উইলিয়াম চার্লস ব্যাবেজ নামক এক ব্যক্তি ছিলেন । এই মহাশইয়ের জন্ম হয়েছিল ১৮৯১ সালে। তার জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে। এই বিতর্কের মধ্যে একটি ঘটনা হলো   ‘দ্যা টাইমসে, তার  মৃত্যুর সংবাদে তার জন্ম সাল ২৬ ডিসেম্বর ১৭৯২ উল্লেখ করা হয়েছিল এবং সেন্ট ম্যারি নিউইংটনে লন্ডনের প্যারিস রেজিস্টারে দেখানো হয়েছে যে, তিনি ৬ জানুয়ারি ১৭৯১ সালে জন্মগ্রহণ করেন। তিনিই আধুনিক কম্পিউটারের বিকাশ করেন । তিনি ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ। তিনি দিফারেন্স ইঞ্জিন বা এনাটিক্যাল ইঞ্জিন তৈরি করেন। তার এই এনাটিক্যাল ইঞ্জিন দিয়ে গণণার কাজ আরো কার্যকর ভাবে করার জন্য অ্যাডা লাভলেস প্রোগ্রামিং এর ধারণা দেন। উইকিপিডিয়া বলছে অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের দ্বারা প্রভাহিত হয়েছেন। চার্লস ১৮৭১ সালে মারা যান। মারা যাবার পর লন্ডনের বিজ্ঞান যাদু ঘরে তার মস্তিস্ক রাখা আছে।





শেয়ার করুন বন্ধুর সাথে