Share with your friends
Call

ইউটিউব কখনো views বা subscriber এর জন্য টাকা দেয় না।লক্ষ করে দেখবেন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখলে মাঝে মাঝে কিছু Ads আসে আর এই Ads গুলোর জন্য ইউটিউব টাকা দেয়।এই Ads গুলো যত আসবে ও দেখা হবে তার উপর ইউটিউব টাকা দিয়ে থাকে।এক্ষেত্রে views,like,subscriber বেশি হলে বোঝা যায় আপনার ভিডিওগুলো বেশি করে দেখা হয়েছে এবং তখন ADS গুলোও প্রদর্শিত হয়েছে।এভাবেই ইউটিউব ইনকাম করা যায়।এক্ষেত্রে ইউটিউব চ্যানেল তৈরি করে তা Youtube ইনকাম এর জন্য Google adsense এ আবেদন করতে হয়।পরে Account monetization করে তাদের মাসিক দেয়া টার্গেটগুলো পূরণ করে ইউটিউবে ইনকাম করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App