আমি gigabyte h110m-s2ph এই মাদারবোর্ডে core i3 3th এই প্রসেসর টি লাগাতে চাচ্ছে যাতে পরবর্তীতে  core i3 6th

 আপডেট করতে পারি।


Share with your friends

6th জেনারেশনের মাদারবোর্ডে 3rd জেনারেশন এর প্রসেসর সাপোর্ট করবে না। প্রসেসর মূলত চিপসেট এর উপর ভিত্তি করে সাপোর্ট করে।6th জেনারেশনের চিপসেট হচ্ছে Intel® H110। অন্যদিকে 3rd জেনারেশনের চিপসেট হচ্ছে Intel® H81। তাছাড়াও 6th জেনারেশনের সকেট নাম্বার LGA1151 আর 3rd জেনারেশনের সিট নাম্বার 1150। মূলত প্রসেসর এর সকেট অনুযায়ী মাদারবোর্ড কেনা হয়।

Talk Doctor Online in Bissoy App