এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ, ভর্তি আবেদন করার জন্য একেক বিশ্ববিদ্যালয় একেক রকম পয়েন্ট চেয়ে থাকে।

তাছাড়া ভর্তি আবেদন করার জন্য সায়েন্স, আর্টস, কমার্সের আলাদা পয়েন্ট চাওয়া হয়।

তবে এতটুকু বলতে পারি, 

(১) SSC ও HSC উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ করে পেলে বাংলাদেশের বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

(২) SSC ও HSC উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.২৫ করে পেলেও কিছুকিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়।

(৩) সাধারণত SSC ও HSC উভয় পরীক্ষার যেকোনা একটিতে ৩.০০ এর নিচে পয়েন্ট থাকলে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায় না।

আবারও বলছি, কত পয়েন্ট থাকলে ভর্তির পরীক্ষা দিতে পারবেন সেটা বিশ্ববিদ্যালয় ও গ্রুপ অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে।


Talk Doctor Online in Bissoy App