Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে। ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে। tempus অর্থ সময়।

Tense=ক্রিয়ার কাল বা সময় ।

Play = “খেলা করা” ক্রিয়াপদ দ্বারা Tense -এর বিভিন্ন সময় দেখানো হল ঃ

Present Tense

Present Indefinite Tense : সে খেলে -He Plays.
Present Continuous Tense : সে খেলছে – He is Playing.
Present Perfect Tense : সে খেলেছে – He has Played .
Present Perfect Continuous Tense : সে এক ঘণ্টা ধরে খেলছে – He has been playing for one hour.

Past Tense

Past Indefinite Tense : সে খেলেছিল-He Played.
Past Continuous Tense : সে খেলছিল-He was Playing.
Past Perfect Tense : সে আগে খেলেছিল- He had Played.
Past Perfect Continuous Tense : সে এক ঘণ্টা ধরে খেলেছিল- He had been Playing for one hour.

Future Tense

Future Indefinite Tense : সে খেলবে – He will Play.
Future Continuous Tense : সে খেলতে থাকবে – He will be Playing.
Future Perfect Tense : সে আগে খেলবে – He will have Played.
Future Perfect Continuous Tense : সে এক ঘণ্টা ধরে খেলতে থাকবে – He will have been playing for one hour.

উক্ত ১২টি বাক্য খেলা ক্রিয়াপদের ১২টি সময় বোঝাচ্ছে । এটাই Tense । বেশিরভাগ বাক্য এই ১২টির মধ্যে পড়ে ।


Share with your friends