আমি জানতে চাচ্ছি WordPress ও html এর মধ্যের সম্পর্ক কী উভয়টিই কি শিখতে হবে?


Share with your friends

ওয়েবপেজ তৈরি করার জন্য HTML শিখতে হয়।  এছাড়া CSS, Javascript ইত্যাদি বিভিন্ন কোডিং জানা থাকলে একটি ভালো ওয়েবসাইট তৈরি করা যায়। যারা এইসব কোড পারে না, তাদের জন্য ওয়ার্ডপ্রেস এমন ব্যবস্থা করে রেখেছে যাতে করে যে কেউ সহজে ওয়েবসাইট তৈরি করতে পারে। ওয়ার্ডপ্রেসকে বলা হয় CMS(Content Management System). এছাড়া আরো অনেক CMS আছে যেমন Joomla, 

আপনি চাচ্ছেন একটি ওয়েবসাইট তৈরি করতে। এর জন্য ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি শিখে নিন । তাহলেই হবে। থিম আর, প্লাগ ইন ইনস্টল করে যেমন ইচ্ছা তেমনভাবে আপনার সাইটকে সাজিয়ে নিতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App