প্রত্যাবর্তন

                          মোক্তার হোসেন ছোটন

 

সে ক্ষণে  জোস্ন্যা পোহাবার  রাতছিল।

কি ফুটফুটে মেলানো অন্ধকার ছন্ন আলো যেন আকাশ ভেঙ্গে পড়ছিল,

আমার এই কুচ্ছিত অঙ্গ বেয়ে।

সে সব চিন্তা উপেক্ষা করে,

আমি বরং অন্তিম প্রতিক্ষায় রত,

তোমার থেকে কোন সাড়া আসবে বলে।

কিন্তু সে প্রতিক্ষা টুকুর পরি সমাপ্তি পৃথিবী  আর দেখেনি।

বরং তাচ্ছিল্য  করেই বলেছে,

এ দেখাই হতেও পারে শেষ দেখা।

সে কথা অবশ্য আমার শ্রবণ ইন্দ্রিয় অব্দি পৌছুতে পারেনি,

উপগ্রহের মতই ঝুলে ছিল শটান শুন্যে।

আমিও তাকে কেন্দ্র করেই আবর্তন করতাম কক্ষপথে।

হঠাৎ কক্ষপথের  বিচ্যুরনে আমার চেতনার ভ্রম কেটে গেলে, 

আমিও শুনতে পাই ,আমার প্রয়োজন  ফুরিয়েছে।

ঠিক ভোর বেলার চঁন্দ্রের মত।

কিন্তু আমিও বলে দিলাম, আসছে যে সন্ধ্যা আগামীতে,

প্রয়োজন  আমাকে  তোমার হবেই।


শেয়ার করুন বন্ধুর সাথে