Share with your friends
Call

আজ থেকে প্রায় 8/9 বছর আগে বাংলাদেশে যখন Outsourcing নিয়ে একটা সাড়া পড়েছিল তখন কিছু অসাধু শ্রেণীর ব্যবসায়ী সাধারণ মানুষকে বোকা বানিয়ে Ad Click করার মাধ্যমে আয় করা যায় বলে ধোকা দিয়েছিল। আমার পরিচিত যারা ছিল তাদের কে সাবধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা আমার কথা পাত্তা দেয়নি। তারা নাকি এড ক্লিক করে Freelancer হয়ে গেছে। ফলাফল পাওয়া গেল কয়েক মাসের মধ্যেই। 

প্রচুর অবুঝ ছেলেপেলে এসব করে একসময় সর্বশান্ত হয়েছিল ঠিক যেমনটা ঘটেছিল Destiny আর Share Market এর ক্ষেত্রে। কাজেই আপনার যদি ইন্টারনেট থেকে আয় করার ইচ্ছা থাকে তাহলে এসব ক্লিক করার চিন্তা বাদ দিন। এসব ভুয়া। আপনার নিজের Skills বৃদ্ধি করুন। আর এসব বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন। তাহলে ভাল কিছু করা সম্ভব।

একটা বিষয় নিজেই ভাবুন তো - কার ঠেকা পড়েছে যে আপনি এড এ ক্লিক করবেন আর তার জন্য আপনাকে টাকা দিবে? আপনি কাউকে টাকা দিবেন শুধু আপনার এড এ ক্লিক করার জন্য??? ভেবে দেখবেন। ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App