Call

সমাধান : আমরা জানি , সেলের সিরিজ সংযোগে ভোল্টেজ বাড়ে এবং কারেন্ট ক্যাপাসিটি একই থাকে । 

সুতরাং প্রতিটি ২.০ ভোল্ট ১০অ্যাম্পিয়ার_আওয়ার ক্ষমতার তিনটি সেল সিরিজে সংযোগ করলে ভোল্টেজ রেটিং হবে , ২.০ ভোল্ট +২.০ ভোল্ট+২.০ ভোল্ট+ ২.০ ভোল্ট = ৬.০ ভোল্ট 

অতএব , ব্যাটারির রেটিং হবে ৬.০ ভোল্ট , ১০ অ্যাম্পিয়ার_আওয়ার । (উত্তর)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ