শেয়ার করুন বন্ধুর সাথে
Shohel Rana

Call

জিন গত ত্রুটির ফলে দেহকোষে কোনো না কোনো জিনের ত্রুটি আসে তখন ওই জিন আর স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। তখন দেহ থেকে ওই ত্রুটিপূর্ণ কোষ বের করে তার মধ্যে ভালো জিন ঢুকিয়ে তারপর ওই কোষকে দেহের মধ্যে প্রতিস্থাপন করা যায়। যে পদ্ধতিতে এই ধরনের ত্রুটিপূর্ণ কোশ দেহ থেকে বের করে তারমধ্যে ভালো জিন ঢুকিয়ে ওই কোষকে দেহের মধ্যে প্রতিস্থাপন করা হয় তাকে এক্স ভিভো জিন থেরাপি (ex vivo gene therapy) বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ