শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হৃৎপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয় কারণ, ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। মেরুদন্ডী প্রাণীদের হৃৎপিন্ডের পেশি টিস্যুর কোষগুলো নলাকৃতি, শাখান্বিত ও আড়আড়ি দাগযুক্ত। এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এদের সংকোচন প্রসারণ ইচ্ছাধীন নয়। এ কারণেই হৃৎপিন্ডকে অনৈচ্ছিক পেশি বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ