Call

উদ্ভিদের মূল, ভূনিম্নস্থ কান্ড, প্রভৃতি যেসব অঙ্গে সূর্যালোক পৌছায় না সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয়। কারণ এতে কোনো রঞ্জক পদার্থ থাকে না। আর রঞ্জক পদার্থ না থাকার কারণেই লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ