হযরত সায়্যিদুনা আনাস رضي الله عنه বর্ণনা করেন যে, নবীয়ে রহমত, শফীয়ে উম্মত (ﷺ)  কিছু লােকের পাশ দিয়ে গমন করলেন তখন দেখলেন যে, তারা পাথর উঠানাের প্রতিযােগিতা করছিলাে। হুযুর (ﷺ)  ইরশাদ করলেন: “এখানে কী হচ্ছে?”লােকেরা আরয করলাে: “ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)  এগুলাে সেই পাথর, যেগুলােকে আমরা জাহেলী যুগে শক্তিশালী ব্যক্তির পাথর বলতাম।” হুযুর (ﷺ)  ইরশাদ করলেন: “আমি কি তােমাদেরকে তােমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সম্পর্কে জানাবাে না? তােমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখতে পারে।” তথ্যসূত্রঃ  জামেউল আহাদীস লিস সুয়ুতি, মুসনাদে আনাস বিন মালিক, হাদীস নং- ১৩০৮৭, ১৮/৪৯৩


শেয়ার করুন বন্ধুর সাথে