arifulupsi

Call

এইচটিএমএল হলো ওয়েবসাইটের মূল ভিত্তি। অর্থাৎ বাড়ি বানানোর আগে যেমন আপনি ফাউন্ডেশন করেন এইচটিএমএল হলো তেমন। এটা হল ডাইনামিক ওয়েবসাইটের যুগ। যখন স্ট্যাটিক ওয়েবসাইট এর জামানা ছিল, তখন শুধুমাত্র এইচটিএমএল দিয়েই অনেক টাকা ইনকাম করা যেত। 

তবে এখন তা সম্ভব না। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান তাহলে আপনাকে অবশ্যই এইচটিএমএল শেখার পাশাপাশি আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। যেমন সিএসএস, জেকোয়ারি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি। 

যদি এই বিষয়গুলো ভালভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই ভালো ইনকাম করা সম্ভব।আর উপরোক্ত সবগুলো বিষয় জানা না থাকলে ডায়নামিক ওয়েবসাইট বানানো সম্ভব না, তাই শুধুমাত্র এইচটিএমএল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App