এএম হলে এমনিতেই ক্লিয়ার ধরবে না হলে এন্টেনা লাগান অথবা ধাতব পদার্থ এন্টেনা হিসাবে ব্যবহার করুন। গ্রামে এফ এম কম ধরে। এজন্য চাইলে ভালো উন্নতমানের বড় তার যুক্ত ইয়ারফোন ব্যবহার করুন। এটা এন্টেনা হিসেবে কাজ করবে। অথবা যেকোনো এন্টেনা মডিফাই করে ব্যবহার করতে পারেন। কুয়াশার কারণে ফিকুয়েন্সির সমস্যা হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনাদের বাড়িতে টিনের চালা থাকলে আপনি সেটির সাথে একটি বৈদুতিক তার লাগিয়ে নিবেন, এবং আপনি রেডিও দিয়ে রেডি শুনলে রেডির এন্টেনায় আরেক মাথা লাগবেন আর মোবাইল হলে ইয়ারফোনের তারের সাথে জড়িয়ে রাখবেন, এটি অ্যালুমিনায়ামের থালা বাটি দিয়ে করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সাধারণত ফাকা খোলামেলা স্হানে রেডিও ভাল ধরে। আপনি যদি ঘরে থেকে শুনতে চান তাহলে রাতের দিকে ভাল শোনা যাবে।আর কোনভাবে তার দিয়ে বাডির বাইরের কোন সীসার বা এমন কোনকিছুর সাথে তার লাগিয়ে তার অপর প্রান্ত রেডিওর এন্টেনার সাথে সংযুক্ত করলেই ভালভাবে চ্যানেলগুলো শুনতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ