এ সমস্যা সম্পর্কিত কোন কিছু জানলে দয়া করে জানাবেন রাত তিনটায় ডান চোখের ব্যাথায় ঘুম ভেঙ্গে যায়, তারপর চোখে ঠান্ডা পানি মারলাম কিন্তু ব্যাথা কমলো না। এবার আয়নার সামনে গিয়ে লাইট মেরে দেখি ডান চোখের বাম পাশে পানি জাতীয় সাদাটে রং-এর ময়লা জমে আছে, তবে বাম চোখে কোন ব্যাথাও করে নি আর ময়লাও জমে নি। কটন দিয়ে ময়লা পরিষ্কার করলাম কিন্তু ব্যাথা কমলো না। তখনো চোখের উপরের পাশে ব্যাথা করছিলো, লাইট মেরে দেখলাম চোখের উপরের পাশেও সেই ময়লাগুলো আছে আর সে পাশ খুব লাল হয়ে আছে। সকাল ১১ টার দিকে চোখের ব্যাথাটা কমে যায়, আবার দুপুরে কিছুক্ষণ ঘুমানোর পর একই সমস্যা আবার দেখা দেয় একই চোখে। এটা কি সমস্যা হতে পারে? কেন হতে পারে? জানালে খুবই উপকৃত হবো
শেয়ার করুন বন্ধুর সাথে

চোখের পাতির নিচে অনেক সময় ছোট

ফোড়ার মত হয়, ব্যাথা করে পুজ ও পানি

বের হয়, আপনি চোখের ডাক্তার দেখিয়ে

ড্রপ ব্যবহার করুন, চোখের ভিতর যেন ময়লা

না যায় সে দিকে খেয়াল রাখবেন,চোখে কিছুখন

পর পর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার রাখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ