কিছু দিন থেকে ফেসবুকে বিভিন্ন কালারের (নীল,লাল,হলুুদ, ইত্যাদি)  উপর স্ট্যাটাস দেখতেছি ।

এসব কিভাবে  ? জানালে উপকৃত হব ।image


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি নিচের কোড গুলো ব্যবহার করে স্ট্যাটাসে বিভিন্ন কালার পোষ্ট করতে পারেন । <+fg=b0ffd700> golden < +fg=b0000000> black < +fg=b0ff7f00> orange < +fg=b0ffff00> yellow < +fg=b0ff00ff> light pink < +fg=b0ff007f> dark pink < +fg=b0ff0000> redish pink <+fg=b0800000> brown < +fg=b0ffc0cb> light purple <+fg=b06f00ff> dark blue <+fg=b0c0c0c0> grey

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

http://www.ans.bissoy.com/255685/

এখানে আছে দেখেন৷


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
এটা আপনি অনায়েসেই করতে পারবেন। আপনার ফোনটি যদি এন্ড্রয়েড ফোন হয় তাহলে প্লে স্টোর থেকে Facebook Apps টা ডাউনলোড করেন  ।image
তারপর আপনি ডাটা অথবা WiFi দিয়ে facebook এ গিয়ে পোষ্ট এ ক্লিক করলে অটোমেটিক এরকম কালার দেখতে পারবেন।  পরে আপনার যেটা ভালো লাগে সেটাতে লিখে পোস্ট করেন   । তবে হ্যা বেশি লিখলে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড কালার চলে যাবে।  
image
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ