আমাদের ৪.৫ বছরের একটি ছেলে সন্তান আছে আমরা আরও একটি বাচ্চা নিবো আমি প্রতিবার মিলন করার সময় বীর্য বাহিরে ফিরে আসে ভিতরে থাকেনা এখন কি করব আমরা
শেয়ার করুন বন্ধুর সাথে

মেয়েদের যোনির ভিতরে পুরুষের সম্পূর্ণ বীর্য থাকবে না এটাই স্বাভাবিক। কেনোনা এটা তো সমান জায়গা নয় বরং এটি একটি নিম্নগামী পথ। এবং সেখানে বীর্য থাকার মতো জায়গা নেই। সন্তান হবার জন্য সম্পূর্ণ বীর্য প্রয়োজন নেই। একফোঁটা বীর্যও যদি নারীর যোনির ভিতরে রয়ে যায় তাহলে এটার দ্বারাই সন্তান হয়ে যাবে। কেনোনা পুরুষের একফোঁটা বীর্যতে শুক্রকীটের সংখ্যা থাকে ২০ লক্ষের চেয়েও অধিক বেশি। এখান থেকে যদি মাত্র একটি শুক্রকীট জরায়ুতে অবস্থান রত ডিম্বাণূর সাথে মিলিত হতে পারে তাহলে তা থেকে ভ্রূণ তৈরী হবে এবং সন্তান গর্ভ এসে যাবে। সন্তান নিতে ইচ্ছুক মেয়েদের সহবাসে করার পর সাথে উঠে যাওয়া উচিৎ নয়। বরং উচিত হচ্ছে ২০-২৫ মিনিট বিছানায় শুয়ে থাকা। তাতে গর্ভবতী হবার সম্ভাবনা বেড়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ