এসএসসি পরিক্ষায় এ+ পেতে হলে আপনাকে মোট ৮ টা বিষয়ে এ+ পেতে হবে ।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

চতূর্থ সাবজেক্টে A+ পেলে বাকি সাতটি

 সাবজেক্টে যদি A+ এবং বাকিগুলোতে

 A পেলেও রেজাল্ট G.P.A 5 আসবে ।

অর্থাৎ,  

চতুর্থ বিষয়ে A+  পেলে যে কোন ৩ টি

সাবজেক্টে  A+ না হয়ে A  হয় আর বাকী গুলোতে

A+  হয় তাহলেই A+  হবে।

.

চতুর্থ বিষয়ে A+  পেলে বা যে কোন ২ টি

সাবজেক্টে  A+ না হয়ে A-  হয় আর বাকী গুলোতে

A+  হয় তাহলেও A+  হবে।

.

যদি কোন বিষয়ে (যে কোন ১ টি বিষয়ে)

" C  " আসে তাহলেও  A+ 

পাবেন যদি ফোরসাবজেক্ট সহ বাকী সকল

বিষয়ে  A+  পান। 

.

যদি কোন বিষয়ে (যে কোন ১ টি বিষয়ে)

 " B "  আসে তাহলেও  A+ 

পাবেন যদি ফোরসাবজেক্ট সহ বাকী সকল

বিষয়ে  A+  পান। ফোর সাবজেক্ট বাদে

যে কোন আরেকটি সাবজেক্টে A+  না হয়ে

A  হলেও  G.P.A. " A+ "  হবে

Talk Doctor Online in Bissoy App
Call

এটা নির্ভর করছে ঐচ্ছিক বিষয়ে ও অন্যান্য বিষয়ে প্রাপ্ত নাম্বারের উপর। যদি ঐচ্ছিক বিষয়ে A+ আসে তাহলে (5-2) বা GPA 3 অন্যান্য বিষয়ের ঘাটতি পূরণের ক্ষেত্রে কাজে লাগবে। তাই এই প্রশ্নের আকাঙ্খামত উত্তর দেওয়া সম্ভব নয়।

Talk Doctor Online in Bissoy App
Call

৯টা বিষয়ে ৷ অফসনাল বিষয়ে পেতেই হবে ৷ তাছাড়া ৮ টাতে A+ বাকী গুলোতে A ৷ ধন্যবাদ ৷

Talk Doctor Online in Bissoy App