বল স্টাম্পে লেগে বেল পড়লে ,

বল ছুয়ে (বাউন্স/ হাফ বলি) বা না ছুয়ে ( ফুলটাস) এর উপর নির্ভর করবে ব্যাটসম্যান আউট না নট আউট ।


বলটি ফুলটাস হয়ে পপিং ক্রিজে ব্যাটসম্যানের কোমরের (মাজা) উপরে থাকলেই নো বল । 

আর নো বল হলে আউট হবে না । 

আবার বলটি ড্রপ খেয়ে উপরে উঠলে মানে বাউন্স হলে বুকের উপর বা যেখানে থাকুক স্টাম্পে লেগে বেল পড়লে ব্যাটসম্যান আউট । 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বলটি যত উচু দিয়েই ব্যাটসম্যানকে অতিক্রম করুক না কেন , তা যদি স্ট্যাম্পে আঘাত করে তবে তা আউট ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

বলটি নো বল হবে যদি বলটি বোলারের

বল ছোড়ার পরে যতটুকু উচ্চতায় ছিলো 

তার চেয়েও অধিক উচ্চতায় যায়।

উপরের শর্তানুসারে স্ট্যামে বল লাগলেও 

"নো বল" বলে গণ্য হবে... তাহলে

নট আউট হবে কারন নো বলে স্ট্যাম্পিং

অাউট হয় না।

* *  যদি বলটি ছোড়ার পর থেকে স্বাভাবিক ভাবেই

উইকেট পর্যন্ত সরাসরি আসে বা উপরোক্ত শর্ত মেনে

আসে তাহলে স্ট্যাম্পে বল লাগলেই আউট হবে যদি

অন্য কোন প্রকার নো বল না হয়। ব্যাটসম্যানের মাথার

উপর দিয়ে এসেও যদি স্ট্যাম্পে বল সরাসরি আঘাত হানে

তাহলে ও "হাই নো" হবে না।

আশা করি উত্তর পেয়েছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ