Call

হস্থমৈথন করাটা ঠিক না এই বদ অভ্যাস ছেড়ে দিন এমনিতেই ঠিক হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামের দৃষ্টিতে এটা হারাম। অতিরিক্ত হস্থমৈথুন করার কারনেই আপনার এরোগের সৃষ্টি হয়েছে। আজ থেকে এটা বাদ দিন। তা নাহলে আপনার অবস্থা এর চেয়েও ভয়াবহ হতে পারে। এটা আপনার বিবাহ জীবনে গুরুতর প্রভাব ফেলবে। হস্থমৈথুন না করার তওবা করে প্রর্যাপ্ত চিকিৎসা নিন। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হস্তমৈথুন একটি বহু সমস্যা জনিত বদভ্যাস যার প্রথম সমস্যাটিই হল দ্রুত বীর্যপাত। আপনি এতে দীর্ঘদিন যাবত অভ্যস্ত। দ্রুত একাজ ছেড়ে দিন। একতো শারীরিক ক্ষতি দ্বিতীয়ত এটা গুনাহের কাজ। অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দ্রুত বীর্যপাত রোগের চিকিত্সার ক্ষেত্রে একই সাথে সাইকোথেরাপি এবং ওষুধ প্রয়োগের ক্ষেত্রে তিন ধরণের স্ট্রেটেজি গ্রহণ করা হয়। প্রথমত: প্রতিদিন ওষুধ প্রয়োগ, দ্বিতীয়ত: যখন প্রয়োজন তখন ওষুধ প্রয়োগ এবং তৃতীয়ত: ট্রপিক্যাল এনেসথেটিক ওষুধ প্রয়োগ। ওষুধ প্রয়োগ করে এক্ষেত্রে বেশ সুফল পাওয়া যায়। সাইকোজেনিক ইস্পোটেন্সি সাধারণত দুঃশ্চিন্তা,মানসিক অবসাদ, ধর্মীয় অনুশসান, সেক্স ফোবিয়া, পারভারসন বা অতীতের বেদনা দায়ক স্মৃতির কারণে হতে পারে। সিলডানাফিল গ্রুপের ওষুধ এই সব রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়। এছাড়াও এসব রোগীদেরকে সাইকোথেরাপি দেয়া প্রয়োজন। সাইকোজেনিক ছাড়াও নিউরোজেনিক, ভাসকুলোজেনিক ও হরমোনাল টাইপের ইরেক্টাইল ডিসফাংশন দেখা যায়। tadalnafil কিনতে ট্যাবলেট প্রতি খরচ পড়বে আপনার ৮২ টাকা। আর sildenafil যেটি viagra বা Cialis নামে পরিচিত সেটি কিনতে ট্যাবলেট প্রতি খরচ হবে আপনার ৫২ টাকা। এই দুটি ওষুধ সেবনে আপনার লিঙ্গ অনেকক্ষণ শক্ত ও দৃঢ় থাকবে। আপনি অনেকবার যৌনকাজ করতে পারবেন। আমার মতে tadalnafil অনেক ভাল, কারণ এর সাইড এফেক্ট নাই বললেই চলে, এমন ৩ দিন পর একটি করে খেতে হয়। দেশী গুলোর সাইড এফেক্ট বেশি হওয়াতে আপনি অর্ডার করে কিনলেই ভাল হবে। দ্রুত বীর্যপাত রোগের প্রকারভেদ অনুযায়ী চিকিত্সার তারতম্য রয়েছে। যখন সব ধরণের ওষুধ প্রয়োগের পরও কার্যকর ফল পাওয়া যায় না সে ক্ষেত্রে শল্য চিকিত্সকের প্রয়োজন হয়। তবে পুরুষত্বহীনতা দেখা দিলে হতাশ হবার কিছু নেই অধিআংশ ক্ষেত্রে উপযুক্ত চিকিত্সায় আরোগ্য লাভ করা যায়। ডাঃ মুহাম্মদ হোসেন সহযোগী অধ্যাপক, ইউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চেম্বার:ঢাকা রেনাল এন্ড জেনারেল হাসপাতাল, ১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ