Call
> একটি মালবাহী ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেনের প্রধান পার্থক্যই হলো মালবাহী ট্রেন মালামাল পরিবহণ করে আর যাত্রীবাহী ট্রেন যাত্রী পরিবহণ করে ।
> বাংলাদেশ রেলওয়ে সাধারণত যাত্রী পরিবহণের জন্য আন্তঃনগর, মেইল/এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ইত্যাদি ধরণের যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে আর মালামাল মালবাহী ট্রেনের মধ্যে আছে তেল, পাথর অ অন্যান্য ভারী বহনকারী মালবাহী ট্রেন।
> যাত্রী বাহী ট্রেনে সাধারণত ৯ টি বগি থাকে তবে বিশেষ কারণে কখনো কখনো কিছু অতিরিক্ত বগি যোগ করা হয় কিন্তু মালবাহী ট্রেনে বগির সংখ্যা সাধারণত ৩০ এর কাছাকাছি হয়।
> যাত্রীবাহী ট্রেনে ফ্যান, লাইট, টয়লেট (পানিসহ), শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ খাবার গাড়ী সংযোজন করা থাকলেও মালবাহী গাড়িতে এসব সুবিধার কোনো স্কোপ নেই।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ