Jainuddin

Call

১.ইন্ডিয়া গেট

২.হাজিয়ালি দরগাহ 

৩.সঞ্জয় গান্ধি ন্যাশনাল পার্ক...

এই সবা মুম্বাইয়ের বিখ্যাত জায়গা। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ



মুম্বাই


মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী শহর। এই শহর তার অঢেল সম্পদের কারণে অনেক স্বপ্নকে আকার দিয়েছে তাই একে ‘ভারতের স্বপ্ন নগরী’ বলে অভিহিত করা হয়। এছাড়াও মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী।

এই শহরের পরিদর্শনযোগ্য স্থানগুলি হল গেটওয়ে অফ ইন্ডিয়া, হ্যাঙ্গিং গার্ডেন, হাজী আলী মসজিদ, মেরিন ড্রাইভ, জুহু সৈকত এবং চৌপাটি। মুম্বাই শহর বলিউডের সদর দপ্তর। 


রাত্রি বেলায় নবনির্মিত বান্দ্রা-ওরলি সমুদ্র লিঙ্কের একটি ড্রাইভ আপনাকে একটি চিরবিস্মরণীয় স্মৃতি প্রদান করবে।


এসেল্ ওয়ার্ল্ড এই দেশের মধ্যে শিশুদের জন্য এক অত্যন্ত আকর্ষণীয় স্থান। শিশু ও প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য আলাদা। বরিষ্ঠ নাগরিকদের প্রবেশ মূল্যে বিশেষ ছাড় রয়েছে। সাপ্তাহিক কর্মদিন গুলিতে প্রবেশ মূল্য ৩০০ টাকা থেকে ৫০০ টাকা হতে পারে আবার সপ্তাহান্তে প্রায় দ্বিগুণ হয়ে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ