আপনার মলদ্বারে হেমোরয়েড বা পাইলস হতে পারে, তবে এর সাথে রক্তপাত ও থাকে, একেবারেই শুরুতে রক্ত না পড়লেও একটু বড় হলেই রক্ত পড়া শুরু হয়। তবে এর সাথে আরো কিঝু উত্তর প্রয়োজন যেমন, কতদিন থেকে? আস্তে আস্তে বাড়ছে না দ্রুত? কোন রস বের হয় কিনা? শক্ত না নরম? এসবের সাথে প্রক্টোসকপি করে গোটা টা দেখতে হবে, এত সব করার পর সিন্ধান্ত হবে কি মলব দিবেন বা কি চিকিৎসা করা হবে। এই জন্য ভাল হয় আপনি নিকটস্থ কোন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর এখনকার মত আপনি পায়খানা নরম রাখার জন্য ইসবগুল বা ম্যাগনেসিয়াম সালফেট জাতীয় ঔষুধ খেতে পারেন, আর ধুমপান করলে এখনই বাদ দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ