শেয়ার করুন বন্ধুর সাথে

নিভৃত আলোর শিখা


মোঃ সানাউল্লাহ্

 

 

নির্জন হেরার নিভৃত গুহায়

প্রজ্জলিত হয়েছিল জ্ঞানের দ্যূতি,

আশার আলো জ্বলেছিল বিশ্বময়

চিরন্তন শিখা ছড়িয়েছিল জ্যোতি।

 

কেটে গেছে শত শত দিবস-রজনী

অমিশ্র দর্শন এখনও দীপ্যমান,

নতুন ঊষার আলো দেখেছিল অবনী

দীপ্ত সেই শিখা আজও অম্লান!

 

যদিও নেই সেই সুনির্মল বসুধা!

বিচ্যুতি যে আত্মাকে করেছে গ্রাস,

ভ্রান্তির আসক্তরা হারিয়ে বিধাতা

প্রশান্তির অঙ্কুর করে যায় নাশ!

 

অনন্ত জীবনের সুখের আশ্বাস

স্রষ্টার ইশারায় যা আছে লিখা,

প্রদীপ্ত আত্মা যা করে বিশ্বাস

স্বপ্ন দেখায় “নিভৃত আলোর শিখা।”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ