শেয়ার করুন বন্ধুর সাথে

অনার্সে পড়তে হলে আপনাকে অবশ্যই সিরিয়াসলি পড়তে হবে। অন্য কোন কাজ বা চাকুরির সাথে যুক্ত থেকে অন্তত অর্থনীতি পড়তে পারবেন না। ১ম বর্ষে এবং ২য় বর্ষে গণিত আছে, "ম্যাথমেটিকাল ইকোনোমিক্স" এটা আপনাকে ক্লাশ টিচার বা অন্য কোন শিক্ষকের অবশ্যই সাহায্য নিতে হবে। এর সাথে ১ম বর্ষে বেষ্টিক অর্থনীতি আর ২য় বর্ষে ইন্টারমিডিয়েট বেষ্টিক অর্থনীতি দুটি সাবজেক্ট পাবেন যা তুলনা মূলক ভাবে একটু কঠিন। সেই সাথে ২য় বর্ষে ইংরেজি আছে যা নন ক্রেডিট। ১ম বর্ষে ও ৩য় বর্ষে  পরিসংখ্যান সাবজেক্টি আছে। মেজর, নন মেজর সহ ১ম বর্ষে ৬টি, ২য় বর্ষে ৭ টি, ৩য় বর্ষে ৮টি ৪র্থ বর্ষে ৯টি সাবজেক্ট পাবেন। এগুলো অনেক পড়তে হয়। তবে অর্থনীতির পড়াগুলোতে মজা আছে। বুঝে বুঝে পড়তে পারলে দেখবেন অনেক ভালো লাগবে। আমি নিজে অর্থনীতির ছাত্র। আমার কাছে এ সাবজেক্টটা কঠিন মনে হয় না। বরং ভালো লাগে, আমার প্রিয় সাবজেক্ট। আপনিও পড়ুন ভাল লাগবে। এটা অনেক দামি একটা সাবজেক্ট। চাকরি ক্ষেত্রে প্রচুর চাহিদা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ