হ্যাঁ হবে। কারণ টিসু দিয়ে কুলুখ ধরলে সেই ব্যাক্তি পবিত্র হয়ে যায় | তাই তার নামাজ হবে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সর্বদা ঢিলা-কুলুখ অথবা টিস্যু এবং
পানি একসাথে ব্যবহার করা উত্তম। আর কোনো সময় ঢিলা-কুলুখ-
টিস্যু না পাওয়া গেলে শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন
সম্ভব। তবে পানি ছাড়া শুধু ঢিলা-কুলুখ বা টিস্যু দিয়ে
পবিত্রতা অর্জন করা উচিত নয়। 
সেটা ইচ্ছাকৃত হলে মাকরুহে তাহরীমি হবে।

.
[সহীহ বুখারী, কিতাবুল ওযূ; বাবুল ইসতিঞ্জা বিল মা-,
হা. ১৪৯; ফাতাওয়ায়ে উসমানী, ১ম খণ্ড; পৃ. ৩৩৫—৩৩৬;
ফাতাওয়ায়ে শামী, খণ্ড ১; পৃ. ৩৩৮; ফাতাওয়ায়ে
হিন্দিয়া, খণ্ড ১; পৃ. ৪৮]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ