ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর অনেকগুলো উপায় আছে। যেমনঃ
১। আপনাকে অবশ্যই এমন ভিডিও আপলোড দিতে হবে, যেটা মানুষের আসলেই প্রয়োজন হয়, অথবা মানুষ বিনোদন পায়, অথবা মানুষ কিছু শিখতে পারে। মোটকথা মানুষের প্রয়োজন পূরণ করতে পারে এমন কোয়ালিটি ভিডিও দিতে হবে, তাহলে ভিউয়ার পরবর্তী ভিডিও দেখার আশায় সাবস্ক্রাইব করে রাখবে।
২। ভিউয়ারকে ধোঁকা দেয়া যাবে না। ধরুন, থাম্বনেইল বা টাইটেলে দেয়া হয়েছে আকর্ষণীয় কিছু, ভেতরের কনটেন্টে অন্য জিনিস। এতে ভিউয়ার বিরক্ত হবে, সাবস্ক্রাইব করবে না, এবং একটু দেখেই ভিডিওটি কেটে দেবে, তাতে আপনার চ্যানেলের বাউন্স রেট বাড়বে।
৩। আপনার ইউটিউব ভিডিও বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন। ভিডিও আপলোড কমপ্লিট হলে ইউটিউব যে সকল সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য সাজেস্ট করে, চেষ্টা করুন সেগুলোর সব জায়গায় শেয়ার করতে।
৪। আগে থেকে কীওয়ার্ড রিসার্চ করে ভিডিও আপলোড করার সময় টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এ রিলেভেন্ট কীওয়ার্ড ব্যবহার করুন। 
৫। বিভিন্ন পপুলার ব্লগে আপনার ভিডিও নিয়ে রিভিউ লিখে ভিডিওটি ওখানে শেয়ার করতে পারেন।
৬। আপনার চ্যানেলের বিষয়বস্তু নিয়ে নিজে ব্লগ খুলে সেখানে প্রতিটি ভিডিও নিয়ে আলাদা আলাদা করে পোস্ট লিখুন। মোটামুটি এগুলো করলেই আপনার ভিডিও ভিউ বাড়বে + সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে।
Talk Doctor Online in Bissoy App