অনার্স (বিষয়- বাংলা) ১ম বরষের বইয়ের তালিকা কি জানাবেন প্লিজ। 

আমি আর্মিতে জব করি।আমি কি বাংলায় অনার্স  করতে পারব



শেয়ার করুন বন্ধুর সাথে

** বাংলাদেশ ও বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি । ** বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। **বাংলা কবিতা **বাংলা উপন্যাস **সমাজবিজ্ঞান পরিচিতি **সমাজকর্ম পরিচিতি **রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ** স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস। আপনি কলেজে চান্স পেলে আর্মি থেকে ও অনার্সে পড়তে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

অনার্স ১ম বর্ষে বাংলা বিভাগে মোট ৬ টি বিষয় রয়েছে। বিষয়গুলো হলোঃ

মেজর কোর্সঃ

১। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি

২। বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা

৩। বাংলা কবিতা - ১ (চারটি কাব্যগ্রন্থ রয়ছে। যথাঃ ১। অগ্নি-বীণা, ২। সাম্যবাদী, ৩। রূপসী বাংলা ও ৪। নক্সীকাঁথার মাঠ)

৪। বাংলা উপন্যাস - ১ (চারটি উপন্যাস রয়েছে। যথাঃ ১। কপালকুণ্ডলা, ২। বিষাদসিন্ধু, ৩। চোখের বালি ও ৪। ক্রীতদাসের হাসি)

অনুসঙ্গী কোর্স/নন-মেজরঃ

৫। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক)

৬। নিচের বিষয়গুলোর মধ্যে যেকোন ১টি নিতে হবে।

       ১। সমাজবিজ্ঞান পরিচিতি

       ২। সমাজকর্ম পরিচিতি

       ৩। রাজনৈতিক তত্ত্ব পরিচিতি

      এর মধ্যে একেক কলেজে একেক বিষয় পড়ানো হয়। কলেজে কোন বিষয়টি আছে তা জেনে নিতে হবে।

এছাড়া কলেজ থেকে সিলেবাস নিয়ে বিস্তারিত জানতে পারবেন। কোনো লাইব্রেরিতেও যোগাযোগ করতে পারেন।

আপনি  বাংলায় চান্স পেলে বাংলায় অনার্স করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ