Junait

Call

.

.

.

ATX ক্যাচিং সাথে ২৪০ ভোল্ট+ পাওয়ার সাপ্লাই = ২২০০ টাকা।

.

হার্ডডিক্স ১ টেরাবাইট = ৪০০০ টাকা

.

প্রসেসর = Intel duel core i 4 = 4500 টাকা

.

মাদারবোর্ড = গিগাবাইট/MSI = 4000 টাকা.

.

 Samsung DVD Rom = 1200 টাকা

.

র্যাম ৪ জিবি = ২৫০০ টাকা।

.

উপরোক্ত সবগুলো হার্ডওয়্যার ফাষ্ট ক্লাসের এবং

খুচরা মূল্য হিসাবে ধরা হয়েছে

মোট = ১৮,৪০০ টাকা 

-------------------------------------------------------------

সব কিছু এক দোকান থেকে কিনবেন তাই কমিশন

পাবেন যদিও তারা সহজে দিতে চাইবে না তবে কথার

ছলে নিতে হবে, প্রয়োজনে  একজন কম্পিউটার

 অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন।

বাকী টাকাতে চায়না/নরমাল মনিটর কিনবেন / কিনতে

পারবেন। আপনাকে যে কনফিগারেশন দিলাম তা

শুধু গান লোড নয়, প্রফেশনাল ভাবে অনেক কাজ করতে

পারবেন, শক্তিশালী হবে ভালোই।

মনিটর নরমাল নিলে কোনো ফ্যাক্ট না মেইন তো পিসি।

Talk Doctor Online in Bissoy App