আমি রাবির প্রনিবিদ্যা বিভাগে ভর্তি একজন ছাত্র ,দ্বিতীয় বার অাবার মেডিকেল কোচিং করেছি দুর্ভাগ্য বসত এবারও চান্স হয়নি, এবার অাবার চাবি তে চান্স হয়েছে একই বিষয়ে, সামনে শুধু জাবির পরিক্ষা বাকি, মেডিকেল কোচিং করায় ম্যাথ এর কোন প্রিপারেশন নেই তাই শিধু বায়োলজিকাল ফ্যাকাল্টি ই ভরসা.......

আর আমার ইচ্ছা অন্তত যেকোন একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়া,তাই গত বছর অন্য কিছু পাবলিকে ভাল সাবজেক্ট এ চান্স হলেও ভর্তি হই নি........এদিকে সাবজেক্ট এর চুলকানিতে নিন্দুক দের যন্ত্রনায় অামি শেষ!!

এখন যুগউপযোগী সফল ও সহজেই ভাল ক্যারিয়ারের জন্য আমার কি করা উচিত!

প্রনিবিদ্যা ই কন্টিনিউ করব,নাকি ভাল একটা সাবজেক্ট নিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব,নাকি বেসরকারি মেডিকেল এ ভর্তি হব( আমার আর ইচ্ছা নেই বহুত কষ্ট করছি../)


Share with your friends

প্রানিবিদ্যা চালু রাখেন।।এটা অবশ্যই ভালো মানের সাবজেক্ট

Talk Doctor Online in Bissoy App

ভালো করা বা না করা সব আপনার নিজের মধ্যে যেটা আপনি যে বিষয় আপনি পড়তে পছন্দ করেন সেটা যে বিশ্ববিদ্যালয়েই হোক না কেন আপনার সেই বিষয় পড়া উচিৎ । তবে জবি ভার্সিটি হিসাবে বলতে চান তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া উচিৎ হবে ।প্রাইভেটে টাকাও খরচ হবে অনেক ।মানও কিছুটা কম স্বাভাবিকভাবে । কিন্তু আসল মান কিন্তু নিজের কোয়ালিটির মধ্যে । 

Talk Doctor Online in Bissoy App