সর্বনিম্ন ১৫-২০ হাজার টাকাতো লাগবেই । তবে আপনার জন্য ল্যাপটপ কিনাটা উত্তম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম কথা আপনি পিসি বলতে কি মনিটর, মাউস , কি-বোর্ড, সাউন্ড বক্স, ও DVD ড্রাইভার বুঝিয়েছেন নাকি শুধু পিসিটাকেই বুঝিয়েছেন...? অবশ্যই দাম পরবে জিনিস আপনি যে মানের চান তার উপর। কোর আই ৩, ৪ জিবি র্যাম, ১/২ জিবি গ্রাফিক্স, ৫০০ জিবি হার্ড ডিস্ক। ১৯" স্যামসাঙ্গ LED মনিটর। এই সেটটা আপনি কিনতে পারবেন ১২০০০-১৫০০০ টাকার ভেতরে। এবং বর্তমান সময়ের তুলনায় এটাই মোটামুটি কনফিগারেশন। এর থেকে কম কনফিগারেশন চাইলে ১০০০০ টাকায় ম্যানেজ করতে পারবেন। আর হ্যাঁ মাউস, কি-বোর্ড এর জন্য ৪০০-৬০০ টাকা এবং বক্স এর জন্য প্রায় ৮০০-২০০০ টাকা যোগ করতে হবে। দামটা নির্ভর করবে আপনার চাহিদার উপর। তবে bikroy.com এ দেখতে পারেন। ঢাকার বিভিন্ন কম্পিউটার ও এক্সেসরিজ বিক্রেতা দোকানদাররা মোটামুটি প্যাকেজ আকারে কম্পিউটারের এড দিচ্ছে। সেখানে আপনার চাহিদা অনুযায়ী অনেক প্যাকেজ থেকে যেকোন একটি বেছে নিতে পারেন। এক্ষেত্রে বাসায় ব্যাবহারের জন্য যে প্যাকেজগুলো আছে তা ১০,০০০ শুরু করে ১৩০০০ এর ভেতরেই থাকে। অবশ্যই সম্পূর্ন নতুন এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ। আর আরেকটু ভাল চাইলে ১৪০০০ থেকে ১৭০০০ এর ভিতর পেয়ে যাবেন। তবে মনে রাখবেন ওরা ডি.ভি.ডি ড্রাইভার, মাউস, কি-বোর্ড, ও সাউন্ড বক্স ছাড়া এড দেয়। তাই আপনি যে প্যাকেজই কিনবেন তার সাথে এগুলোর দাম যোগ করে বাজেট ধরবেন। আর সবসময় চেষ্টা করা উচিত যাতে ইউ.পি.এস ছাড়া কম্পিউটার চালানো না হয়.... ইউ.পি.এস ছাড়া চালানো হলে হার্ড ডিস্কে ব্যাড সেক্টর জমা হয়। যেটা প্রথম প্রথম সমস্যা মনে না হলেও একটা সময় আপনার সকল মূল্যবান ডকুমেন্টস্ সহ নষ্ট হয়ে যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ