NirobAhmad

Call

আপনার ফোনের মডেল বলুন এবং কি এপস দিয়ে

রুট করেছেন তার নামটি বলুন।

আশা করি সমাধান দিতে পারবো।।।

Talk Doctor Online in Bissoy App
ESSajib

Call

"Kingroot"  Software ব্যবহার করুন ।  Root করার সময় অবশ্যই মোবাইল ডাটা অন রাখবেন। 

Talk Doctor Online in Bissoy App

আপনার সেট এর মডেল এবং কি সফ্টওয়ার দিয়ে রুট করেছেন জানতে পারলে ভাল হতো। যাহোক ... সাধারন যেকোন ব্রান্ডের এন্ড্রয়েড ফোনই রুট করার সুবিধা দিচ্ছে kingroot. এবং এই এপটি সম্পূর্ন ফ্রী। আপনি আপনার আগের রুট করার পরের সকল চেন্জগুলো নরমাল করুন। তারপর মোবাইলটি বন্ধ করে চালু করুন। এখন kingroot আপডেটেড সফ্টওয়ারটি ডাউনলোড করুন। কমপক্ষে 60% চার্জ রাখুন যদি আপনার ফোনের ব্যাটারি 2000 mah বা এর কাছাকাছি হয়। নেটওয়ার্ক কানেকশন যাতে স্ট্রং থাকে সেটা লক্ষ্য রাখুন। খুব ভাল হয় যদি আপনি এটা ওয়াইফাই কানেকশনে গিয়ে চেষ্টা করেন। এবার রুট অপশনে ক্লিক করুন আশা করি কাজ হবে। যদি না হয় তাহলে কিংরুটের পুরোনো ভারসনগুলো দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। আর হ্যাঁ আপনার মোবাইলটি যদি শাওমি বা অন্য কোন কাষ্টমাইজ করা ব্রান্ডের হয় তাহলে আগে কিংরুটের অফিশিয়াল সাইটে খোজ করুন। আপনার মোবাইলটি তাদের লিস্টে আছে কিনা। উপরের পদ্ধতিতে আশা করি কাজ হবে।

Talk Doctor Online in Bissoy App