Call

Nokia 2700 classic হল জাভা ফোন হলেও এর দারা ইউটিউব ভিডিও ফাইল গুলো দেখতে পারবেন, ওপেন করতে পারবেন এমনকি প্লেও করতে পারবেন।

আপনি ব্রাউজারে www.youtube.com সার্চ করে ওপেন করুণ। তারপর যে ভিডিও প্লে করতে চাচ্ছেন তার উপর ক্লিক করুন।

একটু অপেক্ষা করুন, কিছুক্ষন লোডিং করে ভিডিওটি চলতে শুরু করবে।

তবে হ্যা, এর জন্য অবশ্যই আপনাকে ভালো নেটওয়ার্কযুক্ত স্থানে থাকতে হবে। 2G অথবা 3G.

Talk Doctor Online in Bissoy App

ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য ।ইউটিউব দিয়ে নোকিয়া 2700 দিয়ে ভিডিও ওপেন করলে সাধারণত আসে না যেমনটি আপনার মন্তব্যে বলেছেন ।তাই ভিডিও দেখতে হলে ইউটিউব ভিডিও ডাউনলোড করে দেখতে হব ।এজন্য এই সাইটে www.mp3fly.in প্রবেশ করুন ।এখানে গিয়ে সার্চ বক্সে সার্চ দিয়ে mp3 অথবা mp4 ডাউনলোড করতে পারবেন ।ডাউনলোড করে ইউটিউবের যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ।আশা করি উত্তরটা পেয়েছেন আর কোনো সমস্যা হলে মন্তব্য করুন ।

Talk Doctor Online in Bissoy App