"r" করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও। তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও ... বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও! আজো তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি r"

Talk Doctor Online in Bissoy App