Share with your friends
Call

SEO এর ফুল রুপ হচ্ছে Search engine optimization . আর seo দ্বারা কোন ওয়েব সাইট কে গুগলে দিলে যেন আগে প্রদর্শন করে তার জন্য optimization করা হয় । যে ওয়েবসাইট যত বেশী optimization করবে তার ওয়েবসাইট গুগলে সার্চ দিলে তত আগে প্রদর্শন করবে । শুধু তাই নয় সেই ওয়েব সাইট সম্পৃক্ত কোন শব্দ গুগলে লিখে সার্চ দিলেই ঐ ওয়েব সাইট বা জিনিস তা আগে চলে আসবে । অাশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

SEO পূর্ণ রুপ হল সার্চইঞ্জিন অপটিমাইজেশন।  SEO হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এর কাছে গুরুত্বপূর্ণ করে তুলে। যাতে একটি নিদিষ্ট বিষয়ের সার্চ রেজাল্টে ওয়েব সাইটটি অন্য সাইটকে পেছনে ফেলে সবার আগে পদরশিত হতে পারে। এ ধরনের সার্চ রেজাল্ট কে organic বা natural সার্চ সার্চ রেজাল্ট বলা হয়। সার্চ রেজাল্ট এর প্রথম প্রিস্টায় দশটি ওয়েবসাইট এর মধ্যে নিজের ওয়েবসাইট কে নিয়ে আসাই সবার লক্ষ্য থাকে। কারন বেবহারকারীরা সাধারনত শীর্ষ দশের মধ্যে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইট না পেলে দ্বিতীয় পৃষ্ঠায় যায় না। তারমানে শীর্ষ দশে থাকা মানে ওয়েবসাইট এ বেশি পরিমাণ ভিজিটর পাওয়া ...।আর বেশি ভিজিটর মানে বেশি আয়। এজন্য সবায় মরিয়া হয়ে নিজের ওয়েবসাইট কে সার্চইঞ্জিনের জন্য উপযুক্ত করেন । আর এই কাজটাই করা হয় SEO এর মাধ্যমে। আশা করি SEO কি  বুঝতে পেরেছেন।

ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App