হে আমার চ্যানেলটি আয়ের।অন্য কোন সাইট থেকে যদি কপি করে নিজের চ্যানেলে আপলোড করি।তাতে কোন সমস্যা হবে।


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

সমস্যা তো হবেই।

আয় করার জন্য নিজে ভিডিও তৈরি করে

আপলোড করতে হবে।

আপনি আপলোড করতে পারবেন সব ভিডিও কিন্তু সব

 ভিডিও থেকে পয়সা উপার্জন করতে পারবেন না। 

আপনি অন্য কোনো সিনেমা বা টিভির থেকে নেওয়া

 ভিডিও বা অডিও , এমনকি আপনার ভিডিওর মধ্যেও

 যদি অন্য কারো ভিডিও বা অডিও থাকে তাহলে 

সেটাও মনেটাইজ হবে না, ইচ্ছে করলে ইউটিউব আপনাকে 

সঙ্গে সঙ্গে ব্লক করে দিতে পারে এবং আর আপনি 

কখনই আপনার নিজের নামে ভবিষ্যতে অ্যাডসেন্স 

অ্যাকাউন্ট খুলতে পারবেন না।